সুরমুকুর

সুরমুকুর মুখ্যত একটি স্বররিপি সংকলন। এই গ্রন্থে ২৭টি নজরুলগীতির স্বরলিপি আছে। স্বরলিপিকার নলিনীকান্ত সরকার। ১৯৩৪ খ্রিস্টাব্দের অক্টোবরে ( আশ্বিন ১৩৪১ ) ডি এম লাইব্রেরি থেকে প্রকাশিত গ্রন্থটি প্রকাশিত হয়। বইটির পৃষ্ঠাসংখ্যা ২+২৮।

এ গ্রন্তে যে সকল নজরুলীতির স্বরলিপি আছে সেগুলো হলো:

দুর্গম গিরি-কান্তার মরু
কোথা চাঁদ আমার
নিশি ভোর হ’ল জাগিয়া
করুণ কেন অরুণ আঁখি
সখি বোলো বঁধুয়ারে
এ আঁখিজল মোছ পিয়া
কেমনে রাখি আঁখিবারি
দুরন্ত বায়ু পুরবইয়াঁ
ভুলি কেমনে আজো
বসিয়া বিজনে কেন একা মনে
ছাড়িতে পরান নাহি চায়
কেন দিলে এ কাঁটা যদি গো
সাজিয়াছ যোগী বল কার লাগি
বউ কথা কও বউ কথা কও
এ নহে বিলাস বন্ধু ; মুসাফির
মোছরে আঁখিজল
কোন সুদুরের চেনা বাঁশির
মোরা ছিনু একেলা
পথিক ওগো চলতে পথে
এত জল ও কাজল চোখে
রে অবোধ ! শূন্য শুধু
তরুণ প্রেমিক ! প্রণয়-বেদন
বেসুর বীণায় ব্যথার সুরে
আজি বাদল ঝরে
পর জনমে দেখা হবে প্রিয়
আমার সাম্পান যাত্রী না লয়
ডুবু ডুবু ধর্ম্ম-তরী