মহুয়ার গান

১৫ টি গানে সমৃদ্ধ এই মহুয়ার গান নামীয় নজরুলগীতি গ্রন্থটি ডি এম লাইব্রেরি থেকে ১ জানুয়ারি ১৯৩০ প্রকাশিত হয়। মোট পৃষ্ঠা ছিল ১৩। মূল্য ছিল দুই আনা।

এ গ্রন্থে অন্তর্ভুক্ত গানগুলো হলো:

কে দিল খোঁপাতে ধুতুরা ফুল লো
একডালি ফুলে ওরে সাজাব কেমন করে
বউ কথা কও
কত খুঁজিলাম নীল কুমুদ তোরে
কোথা চাঁদ আমার
ফণীর ফণায় জ্বলে মণি
মহুল গাছে ফুল ফুটেছে
আজি ঘুম নহে, নিশি জাগরণ
খোলো খোলো গো দুয়ার
ভরিয়া পরান শুনিতেছি গান
(ওগো) নতুন নেশার আমার এ মদ
মোরা ছিনু একেলা, হইনু দুজন
ও ভাই আমার এ নাও যাত্রী না লয়
আমার গহীন জলে নদী
তোমায় কুলে তুলে বন্ধু আমি নামলাম জলে