মায়ের চেয়েও শান্তিময়ী মিষ্টি বেশি মেয়ের চেয়ে
চঞ্চলা এই লীলাময়ী মুক্তকেশী কালো মেয়ে।।
সে মিষ্টি যত দুষ্টু তত এই কালো মেয়ে
গিরিঝর্ণা সম এলো ধেয়ে এই পাবর্তী মেয়ে
করুণা অমৃত ধারায় ভুবন ছেয়ে এলো এই কালো মেয়ে।।
মাকে চোখে চোখে রাখি
যদি কভু দেয় সে ফাঁকি
আমি ভয়ে ভয়ে থাকি গো
এই মায়াময়ী মেয়ে নিয়ে ভয়ে ভয়ে থাকি গো।
আমি বহু সাধ্য-সাধনাতে পেয়েছি এই মা-কে রে
কোটি জনম তপস্যাতে পেয়েছি এই মা-কে রে
কোথায় রাখি, আমি কাঙালিনী
কোথায় রাখি স্বর্গের এই রত্ন পেয়ে
আমি কোথায় রাখি স্বর্গের এই রত্ন পেয়ে।।