শাদী মোবারকবাদী শাদী মোবারক

শাদী মোবারকবাদী শাদী মোবারক।
দেয় মোবারক-বাদ আলম রসুলে-পাক আল্লা হক।।
আজ এ খুশির মাহফিলে
দুলহা ও দুলহিনে মিলে
মিলন হল প্রাণে প্রাণে মাশুক আর আশক।।
আউলিয়া আম্বিয়া সবে
এসো এ মিলন-উৎসবে,
দোয়া কর আজ এ খুশির গুলিস্তান গুলজার হোক।।

নাটিকাঃ‘পুতুলের বিয়ে’