আমি ময়নামতীর শাড়ি দেব

আমি ময়নামতীর শাড়ি দেব
চল আমার বাড়ি
ওগো বিন্‌গেরামের নারী
তোরে সোনাল ফুলের বাজু দেব
চুড়ি বেলোয়ারি।।
তোরে বৈঁচী ফুলের পৈঁচী দেব
কল্‌মিলতার বালা,
গলায় দেবো টাট্‌কা–তোলা ভাঁট্‌ ফুলেরই মালা।
রক্ত–শালুক দিব পায়ে,
পরবে আল্‌তা তা’রি।।
হলুদ–চাঁপার বরণ কন্যা এসো আমার নায়
সরষে ফুলের সোনার রেণু মাখাব ওই গায়!
ঠোঁটে দিব রাঙা পলাশ মহুয়া ফুলের মউ,
বকুল–ডালে ডাকবে পাখি,
‘বউ গো কথা কও!’
আমি সব দিব গো,
যা পারি আর যা দিতে না পারি।।