নতুন খেজুর রস এনেছি মেটে কলস ভ’রে

নতুন খেজুর রস এনেছি মেটে কলস ভ’রে
ভিন গাঁ হতে এনে গো রস-পিয়াসি
ও আমার রস-পিয়াসি রসিক জনের তরে।।
মিঠে রোদে শীতের দিনে
তরুণ-বঁধূ লও গো কিনে
ফাগুন-হাওয়া বইবে প্রাণে, ওগো হালকা নেশার ঘোরে।।
মলিন মুখে দিয়ে দেখ নলিন খেজুর-গুড়
বাহির-ভিতর হবে তাহার মিষ্টিতে ভরপুর
ওগো মিষ্টিতে ভরপুর।
মোর তনুর চেয়ে অনেক বেশি
মধুর এ রস ও বিদেশি,
রস না পিয়েও ঝিমিয়ো না গো নেশায় অমন ক’রে।।