কুহু কুহু কুহু কহু কোয়েলিয়া

কুহু কুহু কুহু কহু কোয়েলিয়া
কুহরিল মহুয়া –বনে
চমকি জাগিনু নিশীথ শয়নে।।
শূন্য ভবনে মৃদুল সমীরে
প্রদীপের শিখা কাঁপে ধীরে ধীরে
চরণ –চিহ্ন রাখি দলিত কুসুমে
চলিয়া গেছ তুমি দূর –বিজনে।।
বাহিরে ঝরে ফুল আমি ঝুরি ঘরে
বেণু–বনে সমীরণ হাহাকার করে
ব’লে যাও কেন গেলে এমন ক’রে
কিছু নাহি ব’লে সহসা গোপনে।।