কে জানে মা তব মায়া

কে জানে মা তব মায়া
হরজায়া মনোমোহিনী
কখনো পুরুষ হও মা
কখনো যে কামিনী।
কে জানে মা তব মায়া।।
হরজায়া মনোমোহিনী
কখনো পুরুষ হও মা
কখনো যে কামিনী।
কে জানে মা তব মায়া
কে জানে ?

প্রথমেতে মহাকালী
দ্বিতীয়াতে তারা।
তৃতীয়া ষোড়শী রূপ
তুমি ধরিলে ত্রিপুরা
ওমা চতুর্থে ভুবনেশ্বরী
অপরূপ রূপ-মাধুরী।
কেবা জানতে পারে মাগো
তুমি ত্রিগুণ ধারিণী।
কে জানে মা তব মায়া
কে জানে ?

পঞ্চমেতে ভৈরবী
ষষ্ঠে ছিন্নমস্তা
সপ্তমেতে ধূমাবতী
অষ্টমে বগলা
নবমে মাতঙ্গী রূপ
দশমে কমলা
অবরা প্রকাশ লীলা
ব্রহ্মময়ী তারিণী।
কে জানে মা তব মায়া।।
হরজায়া মনোমোহিনী
কখনো পুরুষ হও মা
কখনো যে কামিনী।
কে জানে মাগো
কে জানে ?
কে জানে মা তব মায়া।।
কে জানে ?