দক্ষিণ সমীরণ সাথে বাজো বেণুকা

দক্ষিণ সমীরণ সাথে বাজো বেণুকা।
মধু –মাধবী সুরে চৈত্র –পূর্নিমা রাতে, বাজো বেণুকা।।

বাজো শীর্ণা–স্রোত নদী–তীরে
ঘুম যবে নামে বন ঘিরে’

যবে ঝরে এলোমেলো বায়ে ধীরে ফুল–রেণুকা।।
মধুমালতী–বেলা–বনে ঘনাও নেশা
স্বপন আনো জাগরণে মদিরা মেশা।

মন যবে রহে না ঘরে
বিরহ–লোকে সে বিহরে
যবে নিরাশার বালুচরে ওড়ে বালুকা।