দিল দোলা ওগো দিল দোলা

দিল দোলা ওগো দিল দোলা
কোন দখিন হাওয়া গজল-গাওয়া কুসুম-ছাওয়া বনে।
ওঠে চমকি চমকি পরান ক্ষণে ক্ষণে।।
ফুল-বঁধুদের মধু যেচে’ বেড়ায় হিয়া নেচে’ নেচে’
দেখেছিলাম স্বপনে যায় পেয়েছি তায় আজকে জাগরণে।।
কুল ছাপিয়ে মন-তটিনী নটিনীর বেশে, দুলে’ দুলে’ যায় ভেসে’।
বস-ভুষণ আজি শাসন নাহি মানে খুশির তুফানে।
চাই কুঞ্জপথে ঝ’রে যেতে ঝরা ফুলের সনে।।