দোপাটি লো, লো করবী , নেই সুরভি রূপ আছে

দোপাটি লো, লো করবী , নেই সুরভি রূপ আছে
রঙের পাগল রূপ পিয়াসি সেই ভালো আমার কাছে।।
গন্ধ ফুলের জলসাতে তোর
গুণীর সভায় নেইকে আদর
গুল্ম বনে দুল হয়ে তুই, দুলিস একা ফুল গাছে।।
লাজুক মেয়ে পল্লী বধূ জল নিতে যায় একলাটি
করবী নেয় কবরীতে বেণীর শেষে দোপাটি
গন্ধ ল’য়ে স্নিগ্ধ মিঠে
আলো ক’রে থাকিস ভিটে,
নেই সুবাস, আছে গায়ে কাঁটা, সেই গরবে মন নাচে।।