কাজী নজরুল ইসলামকে নিয়ে একজন নজরুল সেনার  লেখা
নজরুল আমার সাহিত্য সাহিত্য সাধনা
– আব্দুল মতিন জাকির, দেবিদ্বার, কুমিল্লা, বাংলাদেশ।
নজরুল আমার সাহিত্য সাধনা
আমার পল্লী গান,
নজরুল আমার ছন্দ কবিতা বিদ্রোহী,
সুরের ঐকতান।
নজরুল আমার ভাওয়াইয়া ভাটিয়ালী আর মরমী গান,
নজরুল আমার অগ্নিবীণা বিষের বাঁশীর
মায়াবী টান.
নজরুল আমার ঝরা শিউলী সাপলা শালুক, আসানসোলের সেই রুটির দোকান।
নজরুল আমার চেতনা বৃক্ষ, রণসঙ্গীত
লালসবুজের ঐ নিশান
এিশালের সেই পাঠশালা আর সৃতিময় স্থান।
নজরুল আমার দৌলতপুর আর রমনার
সবুজ উদ্যান।
নজরুল আমার জাতীয় জীবনে
এক সরল উপাখ্যান।।