মুছাফির! মোছ্ রে আঁখি জল

মুছাফির! মোছ্ রে আঁখি –জল
ফিরে চল আপনারে নিয়া
আপনি ফুটেছিল ফুল
গিয়াছে আপ্‌নি ঝরিয়া ।।

রে পাগল! একি দুরাশা,
জলে তুই বাঁধ্‌বি রে বাসা!
মেটে না হেথায় পিয়াসা
হেথা নাই তৃষা –দরিয়া।।

বরষায় ফুটল না বকুল
পউষে ফুট্‌বে কি সে ফুল (রে)
এ পথে ঝরে সদা ভুল
নিরাশার কানন ভরিয়া।।

রে কবি! কতই দেয়ালি
জ্বালিলি তোর আলো জ্বালি’
এলো না তোর বনমালী
আধাঁর আজ তোরই দুনিয়া।।