শূন্য এ–বুকে পাখি মোর আয় ফিরে আয় ফিরে আয়

শূন্য এ–বুকে পাখি মোর আয় ফিরে আয় ফিরে আয়!
তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়।।

তুই নাই ব’লে ওরে উন্মাদ

পান্ডুর হ’ল আকাশের চাঁদ,
গিরিনদী জল করুন বিষাদ, ডাকে “আয় তীরে আয়”।।

গগনে মেলিয়া শত শত বার

খোঁজে তোরে তরু, ওরে সুন্দর!
তোর তরে বনে উঠিয়াছে ঝড় লুটায় লতা ধূলায়!

তুই ফিরে এলে, ওরে চঞ্চল

আবার ফুটিবে বন ফুল–দল
ধূসর আকাশ হইবে সুনীল তোর চোখের চাওয়ায়।।