সইভালো ক’রে বিনোদ–বেণী বাঁধিয়া দে

সইভালো ক’রে বিনোদ–বেণী বাঁধিয়া দে
মোরবঁধু যেন বাঁধা থাকে বিননী–ফাঁদে।।
সইবাঁধিতে সে বাঁধন–হারা বনের হরিণ
সইজড়ায়ে দে জরীণ ফিতা মোহন ছাঁদে।।
সইচপল পুরুষ সে তাই কুরুশ কাঁটায়
রাখিব খোঁপারি সাথে বিঁধিয়া লো তায়।
তাহেরেশমি জাল বিছায়ে দে ধরিতে চাঁদে।।
প্রথম প্রণয়–রাগের মত আলতা রঙে
রাঙায়ে দে চরণ মোর এমনি ঢঙে।
সইপায়ে ধ’রে সে যেন লো আমারে সাধে।।