কাজী নজরুল ইসলামকে নিয়ে একজন নজরুল সেনার  লেখা
স্মরণে নজরুল
– মাসুদুর রহমান (শাওন), পঞ্চাশ, গোপালপুর, টাঙ্গাইল।

তুমি এসেছিলে হে মহান প্রেমের পুরুষ নীরবে,
ছড়াতে প্রেম প্রতিটি কণাতে এসেছিলে ভবে।
জাগায়েছ তুমি প্রাণ করেছ তাতে ত্রাণ,
নিথর নিরসে দিয়াছ ভরে করেছ প্রেমে অম্লান।।

বেঁধেছ তুমি প্রেমেরও সুর দিবানিশি সারাক্ষণে,
তাই স্মরিগো তোমায় নত হয়ে তব কাব্য চরণে।
দিয়াছ মহা-কালের সন্ধান দেখায়েছে মহা-প্রাণ,
শিখায়েছ প্রেম গ্রোথিত করে হৃদয় কণ্ঠে গান।।

তুমি রয়ে যাবে রয়ে যাবে শত স্রোতেরও কালে,
হৃদয়ে হৃদয়ে জেগে রবে তব সৃষ্টির মায়াজালে।
যে চায় খুঁজিতে শুদ্ধে বুঝিতে প্রেমের পরিচয়,
সে যেন তবে তোমারেই খোঁজে
তোমাতেই মজে রয়।।

আবার শেখাও প্রেম
– মাসুদুর রহমান (শাওন), পঞ্চাশ, গোপালপুর, টাঙ্গাইল।

নজরুল তুমি কই? বাজাও বিষের বাঁশি,
সত্য ন্যায়ের পাল তুলে দাও অসত্যেরে ফাঁসি।
দারিদ্রে পিষ্টে যে জন মরে দাও তারে সুখ আনি,
নিষ্পাপ জনের লৌহ কবাটে দিয়ে যাও আঘাত হানি।।

মুছে দাও তুমি বিভেদ মানুষে সকলে করো একজাতি,
ঘৃণার দেয়াল ধুলায় লুটায়ে দিয়ে যাও প্রেমের খ্যাতি।
অত্যাচারে ঘাতে ঘাতে আজ মরিছে অবুঝ শিশু,
সকলের হিয়ায় বাঁধিতে দরদ এসো হয়ে আজ যিশু।।

নীতির মঙ্গায় ঘৃণিত হচ্ছে দেশ ললাটের নেতা,
সম্যের গান আবার শুনায়ে প্রীতি দিয়ে যাও যথা।
দূরে তুমি থেকোনা আজি এই বঙ্গ হারায় প্রাণ,
তাবেদারী রোধে বিদ্রোহ করে সার্বভৌম করো দান।।