এলো এলো শবে রাত, তোরা জ্বালরে বাতি

এলো এলো শবে রাত, তোরা জ্বালরে বাতি
হোক রওশন মুসলিম জাহানের অন্ধকার রাতি।
আজ ফেরদৌসেরি হূর-পরীরা আলোতে রাঙে
চাঁদসে তারার প্রদীপ ভাষায় আসমানী গাঙে
ফেরেস্তা সব হয়েছে আজ মোদের সাথী

আজরে জ্বালরে বাতি প্রিয় জনের আন্ধার ঘরে
আজ পরস্ব্পরের লুকিয়ে তারা এসেছে ঘরে
রাখ তাদের তরে অশ্রু ভেজা হৃদয় বাতি।

Leave a Comment